গতকাল মাদক বিরোধী দুটি পৃথক অভিযান পরিচালনা করে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউপি’র বানিয়াপাড়া ও পাঁচবিবি উপজেলার আয়মারসুল এলাকা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার অপরাধে ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পুর্ব বালিঘাটা বাজার এলাকার আমির হোসেনের ছেলে জাহিদ হাসান (২৫), সুলতানপুর গ্রামের হারুন মন্ডলের ছেলে নুরুজ্জামান মন্ডল বাবু (৩০), পশ্চিম মানিক এলাকার মোকছেদ আলী মন্ডলের ছেলে মাবুদ (৩৫), পশ্চিম বীরনগর এলাকার তফসের আলীর ছেলে মাহাবুব (৩০), সিতা গ্রামের আবু ছালাম মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩৫) ও পুর্ব বালিঘাটা এলাকার বেলাল চৌধুরীর ছেলে বাধন চৌধুরী (২৩)
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বম্বু ইউপি’র বানিয়াপাড়া ও পাঁচবিবি উপজেলার আয়মারসুল এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে ইতিপুর্বেও মামলা রয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন