বাঙালী জাতির এক আনন্দময় দিন বাংলা নববর্ষ এই দিনটি পালন করতে সিরাজগঞ্জের কাজিপুরে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
(১৪এপ্রিল) পহেলা বৈশাখ কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্ত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে সমবেত হয়।
উক্ত শোভাযাত্রার অংশ নেয় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ,জনপ্রতিনিধিগন। পরে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী দিবসটি সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ চির নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বেজে উঠে বৈশাখের আগমনী গান। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে। বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পয়লা বৈশাখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ বি এম আরিফুল ইসলাম, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, পুলিশ পরিদর্শক তদন্ত সোহেব খান ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন , শিক্ষা অফিসার হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মাহমুদুল হাসান, একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন