বগুড়ায় দেড় হাজার পিস ট্যাপেন্টাডলসহ ২ জন গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় দেড় হাজার পিস ট্যাপেন্টাডলসহ ২ জন গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২২ ২৩:৪৯
বগুড়ায় দেড় হাজার পিস ট্যাপেন্টাডলসহ ২ জন গ্রেফতার
সঞ্জু রায়, স্টাফ রিপোর্টার:

বগুড়ায় দেড় হাজার পিস
ট্যাপেন্টাডলসহ ২ জন গ্রেফতার

বগুড়ায় দেড় হাজার পিস ট্যাপেন্টাডলসহ বুধবার বিকেল ৫ টার দিকে শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে 

দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, গাবতলী উপজেলার উত্তরপাড়া এলাকার হোসেন আলীর ছেলে রনি হাসান (২০) ও সন্ধ্যাবাড়ি পূর্বপাড়ার মোয়াক্ষের ইসলামের ছেলে গোলাম রাব্বী (১৯)।
বৃহস্পতিবার বগুড়া ডিবি পুলিশ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা ট্যাপেন্টাডল মাদক ক্রয় ও বিক্রয়ের সাথে জড়িত।
ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের হয়েছে। একই সাথে তিনি জানান জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযান কঠোরভাবে চলমান থাকবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন