প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২২ ২৩:৫৫
বগুড়ায় র্যাবের অভিযানে
চোলাই মদসহ যুবক গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ১'শ ৪৯ লিটার চোলাই মদসহ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে শহরের জলেশ্বরীতলা কালিমন্দির এলাকা থেকে সনি বাশফোড় (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার হওয়া সনি শহরের চকসূত্রাপুর এলাকার মৃত রঞ্জু বাশফোড়ের ছেলে। র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গ্রেফতার সনি একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।