রাশিয়ার যুদ্ধজাহাজ ডোবার পর কিয়েভে শক্তিশালী বিস্ফোরণ | Daily Chandni Bazar রাশিয়ার যুদ্ধজাহাজ ডোবার পর কিয়েভে শক্তিশালী বিস্ফোরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২২ ১৫:১৬
রাশিয়ার যুদ্ধজাহাজ ডোবার পর কিয়েভে শক্তিশালী বিস্ফোরণ
অনলাইন ডেস্ক

রাশিয়ার যুদ্ধজাহাজ ডোবার পর কিয়েভে শক্তিশালী বিস্ফোরণ

কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) সকালে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করে ইউক্রেন। তাদের দাবি, সোভিয়েত আমলের রুশ পতাকাবাহী মস্কভা জাহাজে আঘাত হানে ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র। পরে জাহাজটি বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

৫১০ নাবিকের মিসাইল ক্রুজার মস্কভাকে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তির প্রতীক বিবেচনা করা হয়। ক্ষেপণাস্ত্রবাহী রাশিয়ার এ যুদ্ধজাহাজটি ১৯৭৯ সালে যাত্রা শুরু করে। এটিতে রয়েছে ১৬টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অনেকগুলো আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা, টরপেডো ও বন্দুক। কৃষ্ণ সাগরে রাশিয়ান বহরের এ জাহাজটি ইউক্রেনে হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর আগে আরও একটি রুশ যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি জানিয়েছিল ইউক্রেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। দ্বিতীয় মাসে গড়িয়েছে ইউক্রেন-রাশিয়ার তীব্র লড়াই। এরই মধ্যে কয়েকশ মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ।

সূত্র: রয়টার্স, বিবিসি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন