ধুনটে বিএনপি নেতা সেলিমের বহিস্কারাদেশ প্রত্যাহার | Daily Chandni Bazar ধুনটে বিএনপি নেতা সেলিমের বহিস্কারাদেশ প্রত্যাহার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২২ ২৩:৩০
ধুনটে বিএনপি নেতা সেলিমের বহিস্কারাদেশ প্রত্যাহার
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে বিএনপি নেতা সেলিমের বহিস্কারাদেশ প্রত্যাহার

বগুড়ার ধুনট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিমের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক দলীয়পত্রে তার এই বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। 

শুক্রবার (১৫ এপ্রিল) বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হাতে বহিস্কারাদেশ প্রত্যাহারের দলীপত্রটি পৌঁছে দেন বিএনপি নেতা ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সলিম।

দলীয়সূত্রে জানাযায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্র মোতাবেক প্রায় ৭ বছর আগে ধুনট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিমকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য দু:খ প্রকাশ করায় তার আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ বছর পর তার এই বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন