বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২২ ২৩:৫৫
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ডাকাতির
প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার

বগুড়ায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে সদর উপজেলার কালিবালা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন, দুই সহোদর বগুড়া সদর উপজেলার  বুজরুকবাড়িয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আব্দুল হাকিম (৩১) ও মুক্তার হোসেন (৪০), ওই এলাকার মৃত স্বপন ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম আগুন (২৮) ও ভাটকান্দি এলাকার  নুর আলমের ছেলে রাকিবুল ইসলাম (১৮)।
পুলিশের দাবি, তাদের গ্রেফতারের সময় ডাকাতির দেশিও অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  এর মধ্যে ৪টি হাসুয়া, ৬টি বাঁশের লাঠি, দড়ি ও স্কচটেপ আছে। এছাড়াও গ্রেফতার সবাই একাধিক মামলার আসামি। গ্রেফতার হাকিম ও আগুনের বিরুদ্ধে ৫টি এবং মুক্তার ও রাকিবুলের বিরুদ্ধে ১ টি করে মামলা রয়েছে।  
সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানরে পারে সদরের কালিবালা এলাকায় ১০ থেকে ১৫ জন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অনেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়। 

এ প্রসঙ্গে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া জানান, গ্রেফতার সবাই চিহ্নিত ও পুলিশের তালিকাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরের পর তাদের ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন