বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, নিখোঁজ ১২ | Daily Chandni Bazar বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, নিখোঁজ ১২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২২ ১৪:২৪
বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, নিখোঁজ ১২
অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, নিখোঁজ ১২

বঙ্গোপসাগরে লাইটার জাহাজ সজল তন্ময়-২ ডুবে ১২ ক্রু নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছেন কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

শনিবার (১৬ এপ্রিল) বঙ্গোপসাগরে ভাসানচরের অদূরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।

তিনি বলেন, নোয়াখালীর ভাসানচরের অদূরে সজল তন্ময় নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের ১২ জন ক্রু নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ করতে বেগ পেতে হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন