ধুনটে তিরোধান দিবস পালিত | Daily Chandni Bazar ধুনটে তিরোধান দিবস পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২২ ২৩:৫৪
ধুনটে তিরোধান দিবস পালিত
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে তিরোধান দিবস পালিত

বগুড়ার ধুনটে মহাযোগী শ্রীমৎ স্বামী ক্ষেপা জীবনানন্দ পরমহংস মহারাজ ও ক্ষেপীমাতা নন্দ ঠাকুরাণীর ৭০ তম তিরোধান দিবস পালিত হয়েছে। 

শনিবার (১৬ এপ্রিল) ধুনট কেন্দ্রীয় জীবনানন্দ মঠের সভাপতি সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবর রহমান বলেন, মুসলমান, হিন্দু,  বৌদ্ধ, খৃষ্টান, যার যার ধর্ম তারা পালন করবে। এটিই গণতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য। মনে রাখতে হবে ধর্ম যার যার, দেশটা সবার। 

মানব ধর্মের প্রচারক সংঘের সাধারণ সম্পাদক রতন কুমার সাহা'র আমন্ত্রিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, সহ-সভাপতি রেজাউল করিম তালুকদার দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, মাইদুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আফসার আলী, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা প্রমূখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন