বগুড়ার ধুনটে বিদেশী পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক | Daily Chandni Bazar বগুড়ার ধুনটে বিদেশী পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২২ ২৩:৫৬
বগুড়ার ধুনটে বিদেশী পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক
ধুনট বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনটে বিদেশী পিস্তলসহ 
মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার ধুনটে একটি বিদেশী পিস্তল এবং ৪ রাউন্ড গুলিসহ শহিদুল ইসলাম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শনিবার (১৬ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামের ফসলী মাঠের একটি শ্যালো মেশিনের ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত শহিদুল ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, শুক্রবার রাতে ধুনট থানার এসআই আসাদুজ্জামান, এসআই মুনজুর মোর্শেদ ও এএসএস আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটি পালন করছিলেন। শনিবার ভোর রাত ৩টার দিকে এক ব্যক্তি মাদকদ্রব্য ও বিদেশী পিস্তল সহ একটি শ্য্যালো মেশিনের ঘরে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে ডিউটিরত পুলিশ কর্মকর্তারা সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় একটি বিদশী পিস্তল এবং ৪ রাউন্ড তাজা গুলি সহ শহিদুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরো জানান, পিস্তলের গায়ের একপাশে গঅউঊ ওঘ টঝঅ এবং ব্যারেলের উপরে ইংরেজীতে ঙঘখণ অজগণ ঝটচচখঅণ লেখা রয়েছে। এব্যাপারে আটককৃত শহিদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে এবং তাকে রিমান্ডে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হচ্ছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন