কাজিপুরের চরাঞ্চলে বাঁধ ভেঙে ৪শ বিঘা জমির ধান তলিয়ে গেছে | Daily Chandni Bazar কাজিপুরের চরাঞ্চলে বাঁধ ভেঙে ৪শ বিঘা জমির ধান তলিয়ে গেছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২২ ০০:০৪
কাজিপুরের চরাঞ্চলে বাঁধ ভেঙে ৪শ বিঘা জমির ধান তলিয়ে গেছে
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

কাজিপুরের চরাঞ্চলে বাঁধ ভেঙে ৪শ বিঘা জমির ধান তলিয়ে গেছে

কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের উত্তর চরনাটিপাড়ায় বাঁধ ভেঙে ২৫০ জন কৃষকের ৪শ বিঘা জমির ধান পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

গত মঙ্গলবার ১১ এপ্রিল রাতে স্থানীয় কৃষকদের উদ্যোগে নির্মিত বাঁধটি উজানের ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধির কারনে ভেঙ্গে যায়। 

ক্ষতিগ্ৰস্থ কৃষকেরা  জানান,  ঘটনার ৬  দিন পেড়িয়ে গেলেও উপজেলা কৃষি অফিসার বা সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা এখনো যোগাযোগ বা পরিদর্শনে আসেননি। 

উত্তর চরনাটিপাড়া গ্ৰামের ক্ষতিগ্রস্ত কৃষক 
হোসেন আলী জানান দাদনের উপর ২০ হাজার টাকা নিয়ে ৩ বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছিলেন, সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, ৬ জনের সংসারের সাড়া বছরের চালের খরচ আসতো।

ভুক্তভোগী ভেটুয়া গ্ৰামের কৃষক গোলজার হোসেন (৬২), চরনাটিপাড়া গ্ৰামের আব্দুল মজিদ (৫২), জুড়ান আলী (৪৫), বকুল, শাহজামাল, আছের আলী, আলামিন, আব্দুল হামিদ, সাইফুলসহ অন্যান্যরা জানান স্থানীয় কৃষকদের উদ্যোগে প্রতিবছর যমুনা নদীর কোলের এ অংশে বাঁধ নির্মাণ করে তারা বোরো ধান চাষাবাদ করেন, এবার অপ্রত্যাশিতভাবে অসময়ে নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধির কারণে বাঁধটি ভেঙ্গে যাওয়ার তারা অপুরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। 

সরেজমিনে পরিদর্শনকালে স্থানীয় কৃষকেরা স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেন, এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা কর্তৃক পরিদর্শনের দাবি জানান। চরগিরিশ ইউপি চেয়ারম্যান এস এম জিয়াউল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান কৃষকের অপুরণীয় ক্ষতি হয়েছে, ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষতিগ্রস্থদের তালিকা করে সরকারি কৃষি প্রণোদনা বা পুনর্বাসনের  আওতায় আনা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন