বগুড়ায় সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত | Daily Chandni Bazar বগুড়ায় সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২২ ২৩:৫৬
বগুড়ায় সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় সময় টিভির
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বগুড়ায় রবিবার নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় উদযাপিত হয়েছে সময় টিভির ১১তম বর্ষপূর্তি অনুষ্ঠান। রোববার বিকেল সাড়ে ৪টায় শহরের ম্যাক্স মোটেল রেস্টুরেন্টের কনফারেন্স রুমে প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী উপলক্ষ্যে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সময় টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান জুম্মান সাদিক জ্যাভলিনের সার্বিক পরিচালনায় যৌথভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক এবং জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। 
অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার তাদের বক্তব্যে বলেন, সময় টিভির যাত্রার শুরু থেকেই ইতিবাচক সফলতা অর্জন করেছে যা সত্যিই প্রশংসনীয়। সময়ের সাথে তাল মিলিয়ে আজ এই টিভি চ্যানেল সর্বক্ষেত্রে দর্শক এবং সোশ্যাল মিডিয়ায় পাঠক জনপ্রিয়তা অর্জন করেছে। তবে তৃণমূল পর্যায়ের মানুষের দু:খ দুর্দশা এবং ইতিবাচক নানা উন্নয়মূলক কাজের চিত্র সংবাদ প্রচারের মাধ্যমে জনগণকে জানানোর ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দরা। 
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, বাংলাভিশনের ব্যুরো প্রধান আব্দুর রহিম বগড়া, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, স্পাইচ টিভির ব্যুরো প্রধান মাজেদুর রহমান এবং যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজন। অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আলী হায়দার চৌধুরী, বগুড়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আজমল কবির, ম্যাক্স মোটেলের ব্যবস্থাপনা পরিচালক জি এম সাকলাইন বিটুল, চ্যানেল ২৪ এর বগুড়া প্রতিনিধি ফরহাদ শাহী, বিজয় টিভির জেলা প্রতিনিধি তানজিজুল ইসলাম স্বরণ, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার ও সিএনআই এর বগুড়া জেলা প্রতিনিধি সঞ্জু রায়, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জজিফ হোসেন প্রতীক, মোহনা টিভির জেলা প্রতিনিধি আতিক রহমান, অনলাইন পোর্টাল পুন্ড্রকথার বার্তা প্রধান অরুপ রতন শীল প্রমুখ। কেক কর্তন ও আলোচনা সভা পরবর্তী অনুষ্ঠানে বগুড়ার সকল গণমাধ্যমকর্মীরা সময় টিভিকে শুভ কামনা জানিয়ে বগুড়া ব্যুরো প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান।   

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন