বগুড়ায় দুদকের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় দুদকের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২২ ২৩:৫৯
বগুড়ায় দুদকের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

বগুড়ায় দুদকের ইফতার মাহফিল
ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ায় রবিবার দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের উপশহর দুদক কার্যালয়ে বার্ষিক ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বগুড়ার উপ-পরিচালক মুজাহারুল ইসলাম মামুন, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো: মোজাম্মেল হক, সহ-সভাপতি যথাক্রমে নাহিদুজ্জামান নিশাদ ও এ্যাড. বিনয় কুমার দাষ (বিশু), সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জ্জী, মৃত্তিকা ভবন বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম, দুদক বগুড়ার সহকারী পরিচালক মো: কামরুজ্জামান, দুদক বগুড়ার পিপি যথাক্রমে এ্যাড. আবুল কালাম আজাদ, এ্যাড. উত্তম ও এ্যাড. আনোয়ার হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলীয় প্রধান হাসিবুর রহমান বিলু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে ড. আখতারুজ্জামান মিন্টু, বাবুল আখতার রিপন, ডা: শাহনেওয়াজ হোসেন জর্জ, রহিমা খাতুন, আল মামুন সরদার, সাংবাদিক সঞ্জু রায় এবং তাহমিনা পারভিন শ্যামলীসহ দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ইফতার পূর্ব আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধে দুদক, দুপ্রক এবং দুদকের সাথে সম্পর্কিত সকলে ঐক্যবদ্ধভাবে আগামীতে নানা কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও দুর্নীতি বন্ধে সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার বলয় তৈরিতে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। ইফতার এর পূর্বে দেশ ও দশের মঙ্গল কামনায় সন্মিলিত অংশগ্রহণে দোয়া করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন