উত্তেজনার মধ্যেই দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া | Daily Chandni Bazar উত্তেজনার মধ্যেই দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২২ ১৫:৫০
উত্তেজনার মধ্যেই দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া
অনলাইন ডেস্ক

উত্তেজনার মধ্যেই দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া

উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। সোমবার (১৮ এপ্রিল) শুরু হওয়া এ মহড়া চলবে দুই সপ্তাহ। এর আগে পারমাণবিক সক্ষমতা বাড়াতে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপদ্বীপে মিত্র দেশ দুইটি কম্পিউটার সিমুলেশনেরভিত্তিতে মহড়া পরিচালনা করবে। কোনো ধরনের মাঠ প্রশিক্ষণ ছাড়াই ২৮ এপ্রিল পর্যন্ত এটি চলবে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, এ মহড়া দুই দেশের সেনাদের যেকোনো অপারেশন পরিচালনার ক্ষেত্রে সক্ষমতা বাড়াবে। এতে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত হবে বলেও জানান তিনি।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ার আয়োজন করায় দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেছে উত্তর কোরিয়া। তাছাড়া প্রতিবেশী দেশটিকে হুমকিও দিয়েছে কিম জং উনের প্রশাসন।

এদিকে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী রোববার (১৭ এপ্রিল) নতুন করে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। পরমাণু অস্ত্রের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশটি নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো যখন পরমাণু কর্মসূচির বিরোধিতা করে উত্তর কোরিয়ার ওপর দফায় দফায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে তখন তার বিপরীতে অবস্থান নিয়ে পিয়ংইয়ং সরকার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি জোরদার করেছে। তারই অংশ হিসেবে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন