বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা বাইডেনের বিশেষ দূত রাশাদের | Daily Chandni Bazar বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা বাইডেনের বিশেষ দূত রাশাদের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২২ ১৬:১৪
বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা বাইডেনের বিশেষ দূত রাশাদের
অনলাইন ডেস্ক

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা বাইডেনের বিশেষ দূত রাশাদের

সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা (ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-আইআরএফ) বিষয়ক দূত রাশাদ হোসাইন বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতার ভূয়সী প্রশংসা করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রশংসা করেন রাশাদ হোসাইন।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারতীয় উপমহাদেশে ধর্মীয় অনুভূতি রাজনীতিতে ব্যবহৃত হয়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।এছাড়া যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের গণহত্যার স্বীকৃতি দিয়েছে। ফলে আগামীতে আইসিজেসহ বিভিন্ন ক্ষেত্রে রোহিঙ্গা সংকট সমাধানে সহজ হবে বলে আমরা মনে করি।

তিনি বলেন, আগামীতে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে আলোচনা হয়েছে। রোজা রেখে রাশাদ হোসাইন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করায় আমি তাকে বিশেষ ধন্যবাদ জানাই।

এসময় রাশাদ হোসাইন বলেন,‘আমরা বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর লোকদের শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে দেখে খুব উৎসাহিত হয়েছি। যেসব মহল বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভাজন ও জটিলতা সৃষ্টির চেষ্টা করছে তাদের অবশ্যই থামাতে হবে। আমাদের অবশ্যই শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে হবে। ওয়াশিংটন বিশ্বের সর্বত্র ধর্মীয় স্বাধীনতা দেখতে চায়।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত রাশাদ হোসাইন চার দিনের সফরে ১৭ এপ্রিল বংলাদেশে আসেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন