বগুড়ার শাজাহানপুরে কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতারণ করা হয়েছে। | Daily Chandni Bazar বগুড়ার শাজাহানপুরে কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতারণ করা হয়েছে। | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২২ ২৩:২২
বগুড়ার শাজাহানপুরে কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতারণ করা হয়েছে।
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে কৃষি অফিসের উদ্যোগে
 বিনামূল্যে বীজ ও সার বিতারণ করা হয়েছে।

বগুড়ার শাজাহানপুরে কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রনোদনা কর্মসুচীর আওতায় উবশী আউশ উ্যপাদন বৃদ্ধির লক্ষ্যে  প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/কৃষাণীদের মধ্যে বিনা মুল্যে বীজ ও সার বিতারণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু,উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা কৃষি কর্মকর্তা নূর আলম,চোপিনগর ইউপি চেয়ারম্যান মাফুজুর রহমান বাবলু সহ অন্যান্য প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন