অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড় | Daily Chandni Bazar অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২২ ১৫:২৪
অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড়
অনলাইন ডেস্ক

অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড়

ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। টিকিটের জন্য রাত ১০টায় এসে লাইনে দাঁড়িয়েছেন বলেও জানালেন কেউ কেউ। আগামী ২ মে ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে।

আগামী ২৬ তারিখের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। আর তা সংগ্রহ করতে গিয়েই ভোগান্তিতে পড়েছেন অনেকে।  

আন্তনগর ট্রেনের জন্য কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৩০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব টিকিটের অর্ধেক স্টেশনের কাউন্টারে বাকি অর্ধেক অনলাইনে বিক্রি হওয়ার কথা। 
টিকিট ক্রেতাদের কেউ কেউ পত্রিকা বিছিয়ে মেঝেতেই ঝিমুচ্ছেন। কেউ আবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে লাইনের পাশেই মেঝেতে বসে যাচ্ছেন। প্রতিটি কাউন্টারের সামনে থেকে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন গিয়ে ঠেকেছে স্টেশনের বাইরে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন