গাবতলীতে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নয়ন গ্রেফতার | Daily Chandni Bazar গাবতলীতে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নয়ন গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২২ ২২:৪৪
গাবতলীতে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নয়ন গ্রেফতার
চাঁদা না পেয়ে ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার মামলায়
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে উপজেলা শ্রমিকলীগের 
আহবায়ক নয়ন গ্রেফতার

বগুড়ার গাবতলীতে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ায় দায়েরকৃত মামলা ও পুলিশের সঙ্গে অসৎ আচারণ করার ঘটনায় গাবতলী উপজেলা শ্রমিকলীগের আহবায়ক শফিকুল আলম নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় থানার ওসি সিরাজুল ইসলামের নির্দেশে মামলার আই.ও সোলাইমান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভাধীন সোন্দাবাড়ী দক্ষিণপাড়া গ্রামে নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শফিকুল আলম নয়ন পৌরসভাধীন সোন্দাবাড়ী দক্ষিণপাড়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। 
উল্লেখ্য, গাবতলীর সোন্দাবাড়ী ও চকবোচাই যৌথ মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সভাপতি অছির উদ্দিন চকবোচাই মৌজায় গত বছরের ২১এপ্রিল/২১তারিখে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৩বছরের জন্য ইজারা গ্রহণের পর থেকেই শফিকুল আলম নয়ন ১লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় ওই জলমহলে মাছ চাষে বাঁধা ও প্রাণনাশের হুমকি দিতে থাকে। এমতবস্থায় গত ১৭এপ্রিল রাত্রী অনুমান ১২টা থেকে ১টার মধ্যে প্রথমে চকবোচাই গ্রামে উক্ত সমিতির সাধারণ সম্পাদক অরুন ফকিরের বাড়ীতে গিয়ে অরুন ফকিরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ২পাতা ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং পরবর্তীতে একই কায়দায় সমিতির সভাপতি ভবেরবাজার গ্রামে অছির উদ্দিনের বাড়ীতে কৌশলে প্রবেশ করে একইভাবে ওই ফাঁকা ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেয় যায়। এ ঘটনায় সমিতির সভাপতি অছির উদ্দিন বাদী হয়ে ১৭এপ্রিল রবিবার শফিকুল আলম নয়নকে প্রধান অভিযুক্ত করে ৫জনের নাম ও ১০/১২জন অজ্ঞাত বলে থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়াও ওইদিন ঘটনাস্থল পরিদর্শনকারী অফিসার থানার এএসআই কামরুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে অসৎ আচারণ করায় গ্রেফতারকৃত শফিকুল আলম নয়নের বিরুদ্ধে তিনিও থানায় জিডি করেছেন। গ্রেফতারের বিষয়টি থানার ওসি সিরাজুল ইসলাম এবং মামলার আইও সোলাইমান আলী স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন