নন্দীগ্রামে ভ্যানচালককে ১০ লাখ টাকার চেক দিলেন চিত্রনায়ক আমিন খান | Daily Chandni Bazar নন্দীগ্রামে ভ্যানচালককে ১০ লাখ টাকার চেক দিলেন চিত্রনায়ক আমিন খান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২২ ২২:৪৮
নন্দীগ্রামে ভ্যানচালককে ১০ লাখ টাকার চেক দিলেন চিত্রনায়ক আমিন খান
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে ভ্যানচালককে ১০ লাখ টাকার চেক দিলেন চিত্রনায়ক আমিন খান

বগুড়ার নন্দীগ্রামে জুয়েল হোসেন নামের এক ভ্যান চালককে ১০ লাখ টাকার চেক দিয়েছেন চিত্রনায়ক আমিন খান। নাটোর জেলার সিংড়া উপজেলার শতকুড়ি গ্রামের ওই ভ্যানচালক ওয়ালটনের নন্দীগ্রাম শোরুম থেকে ২৯ হাজার ৭৯০ টাকায় একটি ফ্রিজ কিনে প্রথম পুরস্কার জিতেছেন। গতকাল শনিবার দুপুরে পৌর সদরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ভ্যানচালক জুয়েল হোসেনের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। এসময় ওই ভ্যান চালক আবেগাপ্লুত ছিলেন। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সহ ওয়ালটনের কর্মকর্তাবৃন্দ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন