মান্দায় বাঁশঝাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar মান্দায় বাঁশঝাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২২ ২২:৫১
মান্দায় বাঁশঝাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় বাঁশঝাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ভালাইন ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীরামপুর গ্রামের গোবিন্দ চন্দ্রের বাঁশঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 
মৃতের নাম শাকিলা আক্তার (০৮)। সে ওই গ্রামের ছাকের আলীর মেয়ে ও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য হারুন-অর-রশীদ জানান, গ্রামের আব্দুল বারীর বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। গ্রামের লোকজন আয়োজনে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই বিকেল ৪টা থেকে শিশুটি নিখোঁজ হয়। তাকে মিলাদ বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। 
তিনি আরও বলেন, এ অবস্থায় ইফতারের আগ মুহুর্তে শিশুটির বাড়ির অদুরে গোবিন্দ চন্দ্রের বাঁশঝাড়ে তার মরদেহ পাওয়া যায়। শিশুটির পরনে কোনো কাপড় ছিল না। মুখে ন্যাকড়া ঢোকানো ছিল। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এ ধরণের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।