বগুড়া সদর থানার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়া সদর থানার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২২ ২২:৫৯
বগুড়া সদর থানার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়া সদর থানার ইফতার
ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সদর থানার আয়োজনে শনিবার শহরের দত্তবাড়ি তন্ময় কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর থানা পুলিশের সকল পর্যায়ের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে উক্ত আয়োজনে দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সার্বিক ব্যবস্থাপনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন ও অর্থ), আব্দুর রশিদ (ক্রাইম অ্যান্ড অপস্), শরাফত ইসলাম (সদর সার্কেল), বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস, আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল, বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্ত্তী, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান মিল্টন, বিশিষ্ট ফল আমদানিকারক মনসুর আলম, রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজসহ সদরের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন