জাপানে ডুবে গেছে পর্যটকবাহী নৌকা, নিখোঁজ ২৬ | Daily Chandni Bazar জাপানে ডুবে গেছে পর্যটকবাহী নৌকা, নিখোঁজ ২৬ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২২ ১১:৪২
জাপানে ডুবে গেছে পর্যটকবাহী নৌকা, নিখোঁজ ২৬
অনলাইন ডেস্ক

জাপানে ডুবে গেছে পর্যটকবাহী নৌকা, নিখোঁজ ২৬

জাপানে পর্যটকবাহী একটি নৌকা ডুবে গেছে। এই ঘটনায় তাতে থাকা ২ শিশুসহ ২৬ জন নিখোঁজ রয়েছেন। দেশটির পূর্ব হোক্কাইডোর শিবেটেকো উপদ্বীপে এই দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, শিবেটোকো উপদ্বীপের কাছে নৌকাটি উদ্ধারের জন্য ও তল্লাশির চালাতে দু’টি হেলিকপ্টার এবং ৫টি টহল নৌকা পাঠানো হয়েছে।

দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা কাজু-১ নামের নৌকাটি খুঁজে পায়নি। উদ্ধারকাজ চলাকালে শনিবার বিকাল পর্যন্ত জাহাজে থাকা নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, দুপুরের দিকে ওই এলাকায় প্রবল ঢেউ ও প্রবল বাতাস ছিল। খারাপ আবহাওয়া থাকায় মাছ ধরার নৌকাগুলো দুপুরের আগেই বন্দরে ফিরে আসে। এছাড়াও পর্যটকরা সবাই লাইফ জ্যাকেট পরিহিত ছিল। কিন্তু ওই এলাকায় রাতে তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে আসে।

হোক্কাইডোর উত্তর-পূর্বে উপদ্বীপটি ইউনেস্কোর ঐতিহ্য। সেখানে বরফ দেখার জন্য অনেক পর্যটক ভ্রমণ করেন। দ্বীপটি বিরল প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের আবাসস্থল।

সূত্র: আল জাজিরা

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন