রাত জেগে ট্রেনের টিকিটের জন্য অপেক্ষা | Daily Chandni Bazar রাত জেগে ট্রেনের টিকিটের জন্য অপেক্ষা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২২ ১২:০৪
রাত জেগে ট্রেনের টিকিটের জন্য অপেক্ষা
অনলাইন ডেস্ক

রাত জেগে ট্রেনের টিকিটের জন্য অপেক্ষা

আজ সকাল আটটা থেকে বিক্রি হচ্ছে ২৮ এপ্রিলের টিকিট। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল শনিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকালকের মতো আজও টিকিট কাউন্টারে ভীড় দেখা গেছে।

রাজধানীর কমলাপুর স্টেশনে কাউন্টারগুলোতে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ সারি দেখা গেছে। কেউ সাহ্‌রি খেয়ে স্টেশনে এসেছেন, কেউবা এসেছেন গতকাল সন্ধ্যায়।

সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত। স্টেশনে কাউন্টার আছে ২৩টি। এর মধ্যে ১৬টি কাউন্টার থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

কাউন্টার থেকে এক ব্যক্তি চারজনের টিকিট কাটতে পারছেন। তবে এর জন্য প্রত্যেক যাত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হচ্ছে।

ঈদযাত্রার প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে আলাদা কোচ সংযোজন করা হচ্ছে।

এবার ঈদ উপলক্ষে ছয়টি বিশেষ ট্রেন চলবে। সেগুলো হচ্ছে চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল এক জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, খুলনা স্পেশাল এক জোড়া। এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে না।

এর আগে বিভিন্ন সময় টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া গেছে। এ জন্যই এবার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি দেখানোর বিষয়ে জোর দেয়া হয়েছে।

এবার ঢাকার কমলাপুর স্টেশনসহ পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন