সাভারে রানা প্লাজা ধসে পড়ার নয় বছর আজ। দিনটি উপলক্ষে রোববার (২৪ এপ্রিল) সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদীতে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় নিহত শ্রমিকদের পরিবারের সদস্য ও আহত শ্রমিকরাও যোগ
দেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা রানা প্লাজার মালিক সোহেল রানা ও গার্মেন্টস মালিকদের ফাঁসির দাবি করেন। সেইসঙ্গে দ্রুত নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান।
এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
২০১৩ সালের এদিনে সাভারের রানা প্লাজা ধসে নিভে যায় ১১শো’র বেশি তাজা প্রাণ। আহত হন আড়াই হাজারেরও বেশি শ্রমিক। যা সকল অতীত রেকর্ডকে ছাড়িয়ে যায়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন