যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ওয়ার্কশপ মিস্ত্রি নিহত | Daily Chandni Bazar যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ওয়ার্কশপ মিস্ত্রি নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২২ ১২:০৮
যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ওয়ার্কশপ মিস্ত্রি নিহত
অনলাইন ডেস্ক

যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ওয়ার্কশপ মিস্ত্রি নিহত

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলের মুসলিম নগর এলাকায় দুই বাসের মাঝে পড়ে মো. শফিকুল ইসলাম (১৮) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রি নিহত হয়েছেন।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯ টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত শফিকুলের বাবা কবির হাওলাদার জানান, তার ছেলে যাত্রাবাড়ীর মাতুয়াইল মুসলিম নগর এলাকায় রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বালুয়া গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। তার ছেলে একটি ওয়ার্কশপে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য শফিকুলের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন