দুপচাঁচিয়া উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসাবে পদোন্নতি পাওয়ায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রোববার সকালে তাঁর কার্যালয়ে তাঁকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, সহসভাপতি কামরুল হাসান লিটন, আখতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম,ডি শিমুল, সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সদস্য আজিজুল হক, খাইরুল ইসলাম দেওয়ান সহ ক্লাবের সদস্যবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন