বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট জেলার জিতারপুর গ্রামের জিহাদ হোসেন(১৯) একই গ্রামের মাশরাফি হোসেন ওরফে মুরাদ(১৯), উত্তর পেচুলিয়া গ্রামের কাউসার হোসেন(২০), ইছুয়া খাত্তা গ্রামের সোহেল রানা ওরফে বাবু(২১), নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার কুকিলের মোড় এলাকার আলিফ হোসেন(২৩)।
থানা সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান ও রাত্রিকালীন রণপাহাড়া পরিচালনায় সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের উত্তর পার্শ্বে বড়িয়া ব্রীজের নিচে দুপচাঁচিয়া-আক্কেলপুর রাস্তায় কতিপয় ডাকাতদলের সদস্য পিকআপ সহ ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনারদিন রাত আনুমানিক ২টার দিকে ওই স্থানে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ডাকাতদলের সদস্যকে গ্রেপ্তার করে। এসময় তাদের সহযোগী ৪/৫জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের দেহ ও পিকআপ তল্লাসী করে একটি রাম দা, ২টি বার্মিজ চাকু, ৩টি মানকি টুপি, ১টি চাকু একটি শাবল, পৃথক পৃথকভাবে ৪৫ফুট ও ১৫০ফুট রশি, ২টি লোহার রড, একটি চাইনিজ কুড়াল ও একটি হাসুয়া উদ্ধার করে। সেই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের পিকআপ(ঢাকা-মেট্রো-ন-১৯-১১৭৫) জব্দ করেছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত ৫জন আসামী আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দেয়া হয়েছে। গতকাল সোমবার প্রত্যেক আসামীর ৫দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন