গাবতলীতে মারপিট ও সীমানা প্রাচীর ভেঙ্গেছে প্রতিপক্ষরা | Daily Chandni Bazar গাবতলীতে মারপিট ও সীমানা প্রাচীর ভেঙ্গেছে প্রতিপক্ষরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২২ ২৩:৩৪
গাবতলীতে মারপিট ও সীমানা প্রাচীর ভেঙ্গেছে প্রতিপক্ষরা
থানায় সাধারণ ডায়েরী
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে মারপিট ও সীমানা 
প্রাচীর ভেঙ্গেছে প্রতিপক্ষরা

বগুড়ার গাবতলীতে একই পরিবারের তিনজনকে মারপিট করে বসতবাড়ীর সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে প্রতিপক্ষরা। গত ২৪এপ্রিল বিকেল সাড়ে ৫টায় উপজেলার সুখানপুকুর ইউনিয়নের নতুরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 
জানা গেছে, উল্লেখিত নতুরপাড়া গ্রামের মৃত কমথ চন্দ্র সরকারের ছেলে প্রদীপ চন্দ্র সরকারের সাথে একই গ্রামের কতিপয় ব্যক্তির সাথে জায়গা জমি নিয়ে রিােধ চলে আসছিলো। এরই এক পর্যায়ে গত ২৪এপ্রিল বিকেল সাড়ে ৫টায় প্রতিপক্ষরা প্রদীপ চন্দ্র সরকারের বসতবাড়ীর সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এ সময় বাধা দিতে গেলে ইে প্রতিপক্ষদের মারপিটে প্রদীপ চন্দ্র সরকার ও তার স্ত্রী অঞ্জলী রানী এবং চাচাতো ভাই সুমনকে এলোপাতারীভাবে মারপিট করে ছেলা-জখম করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় প্রদীপ চন্দ্র সরকার বাদী হয়ে বিপ্লব, পলাশ, উজ্জ্বল ও শ্রীমতি চঞ্চলার নাম উল্লেখ করে গতকাল সোমবার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন