মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ | Daily Chandni Bazar মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২২ ২৩:৪৪
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
ষ্টাফ রিপোর্টার

মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের
উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়ার প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’ এর উদ্যোগে সোমবার সকাল ৯ টায় গরীব, দুঃস্থ, অসহায় পরিবার ও ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশন, আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আব্দুর রফিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মুহা: মুস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষদ্বয় দুলাল হোসেন ও শফিকা আকতার, প্রভাষক শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, জিয়াউর রহমান, সহকারি শিক্ষক মাহাবুব আলম, আসাদ আলী, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী খোয়াইব, সাদমান, তানভীর, তকি, নাজমুল, আকাশ, আকিব, জিসান, জাসারাত, আসিফ, মেঘা, তিথি, হিমি প্রমুখ। বিতরণ সামগ্রীর মধ্যে নগদ অর্থ, সেমাই, চিনি, পোলাও চাল, দুধ ওসয়াবিন তেলবিতরণ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন