প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২ ০০:০৫
বগুড়ায় ১’শ বোতল
ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ১’শ বোতল ফেন্সিডিলসহ সোমবার দুপুরে গাবতলী থানা এলাকা থেকে তিন মাদক মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, আশিকুর রহমান আশিক (৪০)। তিনি গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ী মধ্যপাড়ার ভবের বাজার এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার আশিক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন