ইউক্রেনের বাইরেও যুদ্ধ চলে যেতে পারে, হুশিয়ারি ল্যাভরভের | Daily Chandni Bazar ইউক্রেনের বাইরেও যুদ্ধ চলে যেতে পারে, হুশিয়ারি ল্যাভরভের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২২ ০৯:৩৫
ইউক্রেনের বাইরেও যুদ্ধ চলে যেতে পারে, হুশিয়ারি ল্যাভরভের
অনলাইন ডেস্ক

ইউক্রেনের বাইরেও যুদ্ধ চলে যেতে পারে, হুশিয়ারি ল্যাভরভের

চলমান যুদ্ধ ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভ। এসময় ন্যাটো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে, এমন দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে প্রতিরক্ষামন্ত্রী ল্যাভরভকে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জিজ্ঞেস করা হয়।

এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, এই ঝুঁকি এখন রয়েছে। এ বিপদটি অনেক গুরুতর, সত্যি। এটিকে আমাদের হালকা ভাবে নিলে চলবে না।

তিনি আরও বলেন, ন্যাটো প্রক্সির মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িত হয়েছে এবং সেই প্রক্সিকে অস্ত্র দিচ্ছে। যুদ্ধ মানে যুদ্ধ।

এদিকে রাশিয়াকে হারাতে এবং ইউক্রেনকে আরও অস্ত্র দিতে মঙ্গলবার জার্মানিতে বৈঠকে বসেছেন ৪০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন।

এ বৈঠকের আগে লয়েড অস্টিন বলেছিলেন, তারা রাশিয়াকে দুর্বল দেখতে চান। এমন দুর্বল দেখতে চান যেখান থেকে রাশিয়া ইউক্রেনের মতো অন্য কোনো দেশের ওপর আক্রমণ করতে পারবে না।

এমন ঘোষণা দেয়ার পরের দিন ৪০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন লয়েড অস্টিন।

সূত্র: সিএনএন

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন