প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২২ ০৯:৩৬
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনায় আক্রান্ত
অনলাইন ডেস্ক
মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমলার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। খবর এপির।
কমলার প্রেস সচিব কার্স্টেন অ্যালেন এক বিবৃতিতে বলেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট এখন কোয়ারেন্টিনে আছেন এবং নিজের বাসভবনের দপ্তর থেকেই দায়িত্ব পালন করে যাবেন।
কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেও ভাইস প্রেসিডেন্টের শরীরে কোনও উপসর্গ নেই বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
এর আগে গত মার্চে কমলার স্বামী ডগলাস এমহফ করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেসময় কয়েক সপ্তাহ আইসোলেশনে ছিলেন আমেরিকার প্রথম নারী এবং ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা।
সূত্র : এপি
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন