শেরপুরে নববধুর রহস্যজনক মৃত্যু স্বামী আটক | Daily Chandni Bazar শেরপুরে নববধুর রহস্যজনক মৃত্যু স্বামী আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২২ ২২:৪৭
শেরপুরে নববধুর রহস্যজনক মৃত্যু স্বামী আটক
ঈদের কেনা কাটা নিয়ে ঝগড়া
অনলাইন ডেস্ক

শেরপুরে নববধুর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

বগুড়ার শেরপুরের রণবীলরবালা গ্রামে মীম আক্তার (১৯) নামের এক নববধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিয়ের দশ মাসের মাথায় এমন ঘটনা ঘটলো। মৃত্যুর আগে ঈদের কেনাকাটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল বলে স্থানীয়রা জানায়। বুধবার (২৭এপ্রিল) আনুমানিক সকাল ৯টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের স্বামী মো. শাকিল আহম্মেদের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানায়, কয়েক মাস পুর্বে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের রবিউলে ইসলামের ছেলে শাকিলের সাথে একই ইউনিয়নের কাফুরা পূর্বপাড়া গ্রামের মজনু মিয়ার মেয়ে মীমের বিয়ে হয়। মঙ্গলবার রাতে ঈদ উপহার কেনার জন্য টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিলে। তবে সে নিজে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা বলতে পারছিনা। 
নিহত মীমের নিকটতম আত্মীয় শিল্পী খাতুন জানান, মেয়ে বিয়ে দেয়ার পর থেকেই তাদের সাথে ঝগড়াঝাটি লেগেই ছিল। গত মঙ্গলবার রাত্রে শাকিলের সাথে ঈদ উপহার নিয়ে কথা কাটাকাটি হয়। পরে মীমকে বাটাম এবং ঝাটা দ্বরা মারপিট করে মেরে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে মিম আক্তার এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এবং অভিযুক্ত স্বামী শাকিলকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন