এতিম শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলো বগুড়া লাইভ | Daily Chandni Bazar এতিম শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলো বগুড়া লাইভ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২২ ২২:৩৩
এতিম শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলো বগুড়া লাইভ
ষ্টাফ রিপোর্টার

এতিম শিশুদের সাথে ঈদ আনন্দ
ভাগাভাগি করে নিলো বগুড়া লাইভ

বগুড়া বনানীতে অবস্থিত তালহা কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার অর্ধশত এতিম শিক্ষার্থী এবং শিক্ষকদের নতুন কাপড় (পাঞ্জাবী) তুলে দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলো টিম বগুড়া লাইভ। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার সকলের হাতে ভালবাসার এই ঈদ উপহার তুলে দেয়া হয়।

মাদ্রাসার সকল শিক্ষার্থীদের পক্ষে বগুড়া লাইভের এই উপহার গ্রহণ করেন তালহা কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক জাকির হোসেন এবং হেফজ বিভাগের শিক্ষক আব্দুল মজিদ। বগুড়া লাইভের পক্ষে মানবিক এই উদ্যোগ গ্রহণ এবং ঈদবস্ত্রগুলো হস্তান্তর করেন পোর্টালের উপদেষ্টা সম্পাদক এবং বিজয় টেলিভিশনের বগুড়া প্রতিনিধি তানজিজুল ইসলাম স্বরন।
উপহারগ্রহণ কালে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক সকল শিক্ষার্থী ও এতিম শিশুদের পক্ষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সমাজে সবাই যদি এভাবে এগিয়ে আসত তাহলে আমরা আপামর ইতিবাচক পরিবর্তন দেখতে পারতাম।
বিতরণকালে আয়োজকদের পক্ষে তানজিজুল ইসলাম স্বরন বলেন, পবিত্র মাহে রমজানে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। রমজান সর্বদাই ত্যাগ, তিতিক্ষা এবং একে অপরের সাথে সুখ দু:খ ভাগাভাগি করে নেয়ার শিক্ষা দেয়। আর সমাজে যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়াতে পারাটা সত্যিই প্রশান্তির। ভবিষ্যতও এই ইতিবাচক কাজের ধারা অব্যহত রাখারও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন