ঈদের আগের দিন মুসলিম এলাকায় যজ্ঞ করতে অনড় হিন্দুরা | Daily Chandni Bazar ঈদের আগের দিন মুসলিম এলাকায় যজ্ঞ করতে অনড় হিন্দুরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২২ ১০:০১
ঈদের আগের দিন মুসলিম এলাকায় যজ্ঞ করতে অনড় হিন্দুরা
অনলাইন ডেস্ক

ঈদের আগের দিন মুসলিম এলাকায় যজ্ঞ করতে অনড় হিন্দুরা

সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে ভারতের একটি হিন্দু গোষ্ঠী মিরাটে ঈদুল-ফিতরের প্রাক্কালে একটি মুসলিম এলাকায় রাত-ব্যাপী যজ্ঞ (জাগরণ) অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে। পুলিশ স্পষ্টভাবে বলেছে অনুমতি দেওয়া হবে না তা সত্তে¡ও এটি।

টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে, একজন হিন্দু পুরোহিতকে একজন পুলিশ অফিসারকে হুমকি দিতে দেখা গেছে, দাবি করা হয়েছে যে, জাগরণের অনুমতি দেওয়া হোক। ভিডিওতে একজন হিন্দু ধর্মযাজককে তার অনুগামী দলবেষ্টিত হয়ে পুলিশের সাথে তর্ক করতে দেখা যায়।

ইন্সপেক্টর পুরোহিতের সাথে যুক্তি দেয়ার চেষ্টা করলেও তারা অনড় থাকে। ইন্সপেক্টর বললেন, ‘আপনাকে জাগরণ করার অনুমতি দেওয়া হয়নি। তবে, আপনি আপনার ইচ্ছামতো করতে স্বাধীন’। পুরোহিত উত্তর দেন, ‘অনুমতি দেওয়া হোক বা না হোক, আমি জাগরণ পরিচালনা করব’।

এ ঘটনার সাথে মুসলিমবিরোধী অপরাধের একটি সিরিজ এবং বৈষম্যের অভিযোগ রয়েছে যা স¤প্রদায়কে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। যদিও ইসলামোফোবিয়ার একটি সাধারণ পরিবেশ আগে থেকেই বিদ্যমান। ১০ এপ্রিল রাম নবমীর সমাবেশে সহিংসতার পরে দেশের বেশ কয়েকটি রাজ্য সা¤প্রদায়িক উত্তেজনা প্রত্যক্ষ করেছে।

সূত্র : সিয়াসাত ডেইলি।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন