শিবগঞ্জে মসজিদ পরিচালনা কমিটি গঠনে মত বিরোধ কে সৃষ্টি করে ২ পক্ষের সংঘর্ষ ঈমাম সহ আহত ১২, আটক ৯ | Daily Chandni Bazar শিবগঞ্জে মসজিদ পরিচালনা কমিটি গঠনে মত বিরোধ কে সৃষ্টি করে ২ পক্ষের সংঘর্ষ ঈমাম সহ আহত ১২, আটক ৯ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২২ ২১:৪৮
শিবগঞ্জে মসজিদ পরিচালনা কমিটি গঠনে মত বিরোধ কে সৃষ্টি করে ২ পক্ষের সংঘর্ষ ঈমাম সহ আহত ১২, আটক ৯
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জে মসজিদ পরিচালনা  কমিটি গঠনে মত বিরোধ কে 
সৃষ্টি করে ২ পক্ষের সংঘর্ষ ঈমাম সহ আহত ১২, আটক ৯

বগুড়ার শিবগঞ্জে মসজিদ পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইমাম ও ইউপি সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। শুক্রবার জুমআর নামাজের সময় উপজেলার আটমুল ইউনিয়নের রামেরকান্দি চককানু শাহী জামে মসজিদে এঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, চককানু শাহী মসজিদের ঈমাম ও মুয়াজ্জিন নিয়ে দীর্ঘদিন ধরে মনোয়ার ও ইউপি সদস্য জহুরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছে। এছাড়া মসজিদ পরিচালনার জন্য নতুন কমিটি গঠন নিয়ে ঐ দু’পক্ষের মাঝে মতবিরোধ চলছিলো। শুক্রবার জুম্মা নামাজের পর স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম মসজিদের কমিটি গঠনের বিষয়ে বক্তব্য রাখতে গেলে মনোয়ার হোসেনের পক্ষের লোকজন তাতে বাঁধা প্রদান করে। এসময় উভয় পক্ষের মাঝে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিনিত হয় মসজিদ এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঈমাম কথা বললে তাকেও মারপিট করা হয়। এসময় দু’পক্ষের লোকজনের মধ্যে হাতে হাতি ও ইট পাটকেল এর নিক্ষেপ এর ঘটনা ঘটে। এতে দু’পক্ষের ইউপি সদস্য জহুরুল ইসলাম ও ঈমাম মাওঃ মাজেদ আলীসহ উভয় পক্ষের ১২ জন আহত হন।

এঘটনায় আহত হলেন ইউপি সদস্য জহুরুল ইসলাম (৪০), ঈমাম মাওঃ মাজেদ আলী, আনিছার রহমান (৪০) আব্দুল মোত্তালেব (৫৫), আবু সাঈদ (৪৫), আব্দুল বাছেদ (৪৫), জয়নাব বেগম (৬২), মিনারা বেগম (৫৫), ফুলি বেগম (৩৫), সোহাগ (২৮), সফু (৪০) ও মনোয়ার হোসেন (৪০) হাসপাতালে ভর্তি আছেন।  
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের ৯জন কে আটক করে। আটকৃতরা হলেন রামকান্দি গ্রামের আহম্মেদ আলী’র ছেলে আবু তালেব (৬৫), মৃত: জোব্বার এর ছেলে শাহজাহান (৫০), গোলাম ইয়াছিন এর ছেলে রুহুল আমিন (৩৮), জোব্বার আলীর ছেলে ইসারত আলী (৫৫), জোব্বার আলীর ছেলে গোলাম মোস্তফা (৪০),  চককানুগ্রামের মৃত: বুলু মিয়ার ছেলে আব্দুল হাকিম (৫০), আবু সালেম এর ছেলে সেলিম (১৮), বুলু মিয়া ছেলে বিশা (২২), মৃত: কছির উদ্দিন এর ছেলে খোরশেদ আলী (৬৫)।    
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আটমূল ইউনিয়ন পরিষদের সদস্য জহুরুল ইসলাম জানান, আমি নির্বাচনে জয়ী হবার পর প্রতিপক্ষের লোকজনের সাথে আমার মত বিরোধ ও দ্বিধা দন্ড লেগেই থাকতো। আমি মসজিদের কমিটির বিষয়ে শুক্রবার  জুম্মার নামাজ ফরজ নামাজের পর বক্তব্য দিতে গেলে মনোয়ারের নেতৃত্বে  মামুন, হেলাল,মিম বাবু,শাহ আলম, মাসুদ, তৌহিদ, কাদের, সোহাগ, মজনুসহ বেশ কয়েকজন আমার ও আমার সমর্থকদের ওপর হামলা করে।

এ ব্যাপারে হাসপাতালে চিকিৎসাধীন মনোয়ার হোসেন জানান, এই মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ  প্রতিপক্ষের সাথে মত বিরোধ চলে আসছে। মসজিদের কমিটিতে গোলাম ইয়াছিন ৩০/৪০ যাবৎ মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছে। তার দায়িত্ব পালন করা অবস্থায় মসজিদ ও ঈদ গাহ মাঠে চোখে পড়ার মত কোন উন্নয়ন কাজ না হওয়ায়  ২ মৌজার মুসল্লিরা নতুন একজন দান শীল ও ধার্মিক ও সমাজ সেবক কে সভাপতির প্রস্তাব দিলে ইউপি সদস্য জহুরুল তাতে বিপত্তি জানায়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। তাদের লোকজন মসজিদ বন্ধ করে দিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে মসজিদের ছাদে রক্ষিত ইট পাটকেল নিক্ষেপ করে আগত মুসল্লিদের আহত করে। 

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২য় দফয়া অতিরিক্ত পুলিশে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ৯জন গ্রেফতার করা হয়েছে।  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রন রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত  পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন