ঈদ কে সামনে রেখে শিবগঞ্জ বিহার সড়কের মেরামত ও সংরক্ষণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে | Daily Chandni Bazar ঈদ কে সামনে রেখে শিবগঞ্জ বিহার সড়কের মেরামত ও সংরক্ষণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২২ ২১:৪৯
ঈদ কে সামনে রেখে শিবগঞ্জ বিহার সড়কের মেরামত ও সংরক্ষণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে
অনলাইন ডেস্ক

ঈদ কে সামনে রেখে শিবগঞ্জ বিহার সড়কের মেরামত
ও সংরক্ষণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গ্রামীণ সড়ক মেরামত সংরক্ষণ এর আওতায় ঐতিহাসিক বিহার বিসি ভায়া শিবগঞ্জ বিসি সড়কের উন্নয়ন কাজ  দ্রুত গতিতে এগিয়ে চলছে। সড়কটির যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্ব বহন করে কারণ এই সড়কে ভাসুবিহারের প্রত্নত্ত্বন এলাকা বৌদ্ধ বিহার, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজ, অবিভক্ত বাংলাদেশের সাবেক প্রধান মোহম্মাদ আলী অবস্থিত। এই কারণে সড়কটি অতি গুরুত্ব পূর্ণ। দীর্ঘদিন পর বর্তমান সরকারের এলজিডি’র বাস্তবায়নে প্রায় ৭২ লক্ষ টাকা ব্যয়ে সড়কটির মেরামতের সংস্কার কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান সবুজ এন্টার প্রাইজ। সড়কটি নির্মাণ কাজের তদারকি করছেন মতিউর রহমান মতিন। তিনি জানান, ১২ ফুট প্রসস্থ ৪০ মিলি মিটার পুরুত্ব বজায় রেখে ১৮শ মিটার নির্মান কাজ সরকারি বিধি ও দরপত্র মোতাবেক পরিচালনা করা হচ্ছে। সড়কটি নির্মাণ কাজ পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম। নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।   

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন