দুপচাঁচিয়ায় হত্যা মামলায় স্বামী স্ত্রী গ্রেপ্তার | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় হত্যা মামলায় স্বামী স্ত্রী গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২২ ২২:২৫
দুপচাঁচিয়ায় হত্যা মামলায় স্বামী স্ত্রী গ্রেপ্তার
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় হত্যা মামলায় স্বামী স্ত্রী গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় হত্যা মামলার এজাহার নামীয় আসামী স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ার হোসেন(৫০) ও তার স্ত্রী মনোয়ারা বিবি(৪০)। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী কাহালু উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। 
গত ১এপ্রিল রাতে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী চকপাড়া গ্রামে মঈন উদ্দিনের সঙ্গে পাওনা টাকা নিয়ে তাঁর আপন তিন ভাই ও ভগ্নিপতির বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডা ও ধাক্কা-ধাক্কি শুরু হয়। এতে মঈন মাটিতে পড়ে গিয়ে মারা যায়। এ ঘটনায় মঈন উদ্দের স্ত্রী ফাতেমা বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ইতিমধ্যেই মালেকা বানু(৩৬) নামের এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। 
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ হত্যা মামলায় স্বামী স্ত্রীকে গ্রেপ্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত দুইজনকে গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।  বাঁকী আসামীদের গ্রেপ্তারের পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। 
 
 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন