জয়পুরহাটে প্রবল ঝড়ে গাছ-পালাসহ কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতিঃ নিহত-১ | Daily Chandni Bazar জয়পুরহাটে প্রবল ঝড়ে গাছ-পালাসহ কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতিঃ নিহত-১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২২ ২২:৩১
জয়পুরহাটে প্রবল ঝড়ে গাছ-পালাসহ কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতিঃ নিহত-১
জয়পুরহাট ব্যুরোঃ

জয়পুরহাটে প্রবল ঝড়ে গাছ-পালাসহ কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতিঃ নিহত-১

গতকাল শুক্রবার রাতে প্রবল ঝড়-বৃষ্টিতে উপড়ে গেছে প্রায় সহস্রধিক গাছ-পালা, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধান, পাট, আম, ভূট্টা, কলাসহ শাক-সবজি ক্ষেত। এ ছাড়া ঝড়ে গাছ ভেঙ্গে পরে নিহত ও বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক শফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টা থেকে ২ ঘন্টা স্থায়ী ঝড়-বৃষ্টিতে জেলায় প্রায় ১৭ হাজার  ২০০ হেক্টর জমির বোরো ধান, পাট, ভূট্টা, কলা, শাক-সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান  তিনি।
ঝড়ের সময় নিজের মটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে জয়পুরহাট সদর উপজেলার  শ্যামপুর গ্রামে গাছ ভেঙ্গে নিহত হন সঞ্জয় কুমার মন্ডল নামে এক যুবক। নিহত সঞ্জয় একই গ্রামের সুচীন্দ্রনাথ মন্ডলের ছেলে। এ ছাড়া  জেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক গাছ-পালা উপড়ে পরে যাওয়া ছাড়াও জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু কাঁচা-পাকা বাড়ি ও প্রাচীর ধ্বসে পরেছে বলে জানা গেছে।
জেলা প্রশাসক শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা ত্রান তহবিলে পর্যাপ্ত পরিমান ত্রান সামগ্রী মজুত রয়েছে, ক্ষতিগ্রস্থদেও তালিকা পাওয়ার পর যত দ্রুত সম্ভব ত্রান সামগ্রী পৌছে দেওয়া হবে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন