৬ মে থেকে বগুড়া থিয়েটারের বৈশাখীমেলা শুরু হচ্ছে | Daily Chandni Bazar ৬ মে থেকে বগুড়া থিয়েটারের বৈশাখীমেলা শুরু হচ্ছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২২ ২২:৪৪
৬ মে থেকে বগুড়া থিয়েটারের বৈশাখীমেলা শুরু হচ্ছে
অনলাইন ডেস্ক

৬ মে থেকে বগুড়া থিয়েটারের 
বৈশাখীমেলা শুরু হচ্ছে

আগামী ৬ মে থেকে বগুড়া থিয়েটার পৌর পার্কের রোমেনা আফাজ মুক্তমঞ্চে আয়োজন করতে যাচ্ছে বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে বৈশাখীমেলা। বৈশাখীমেলা সফল করতে শনিবার বগুড়া থিয়েটার কার্যালয়ে থিয়েটারে  সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, আসাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য আব্দুল আউয়াল রবিউল করিম হৃদয়, বাংলাদেশ গ্রাম থিয়েটারের পক্ষে নাট্যকর্মী শাহজাদ আলী বাদশা, নাট্যকর্মী তানসেন আলম ও বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা। 

সভায় বলা হয়, আগামী ৬ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বৈশাখীমেলা। বগুড়া থিয়েটারের ৪১ তম বৈশাখীমেলাকে স্মরণীয় করে রাখতে গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন পালাগান, বাউল গানের আসর, লাঠি খেলা, পাতা খেলা, পুতুল নাচ, চরকিসহ গ্রামীণ সংস্কৃতিক সকল উপকরণের সমন্বয় করা হবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন