২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ১৪ লাখ টাকার টোল আদায় | Daily Chandni Bazar ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ১৪ লাখ টাকার টোল আদায় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মে, ২০২২ ১৭:২২
২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ১৪ লাখ টাকার টোল আদায়
অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ১৪ লাখ টাকার টোল আদায়

বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।

রোববার (১ মে) এক খুদে বার্তায় বঙ্গবন্ধু সেতু টোল প্লাজার ইনচার্জ প্রবীর ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বঙ্গবন্ধু সেতু দিয়ে শনিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা থেকে রোববার (১ মে) ভোর ৬টা পর্যন্ত বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল ও মিনিট্রাকসহ বিভিন্ন ধরনের ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৯৬৮টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। সেতুর পশ্চিম টোলপ্লাজা দিয়ে পারাপার হয়েছে ১৬ হাজার ২৫৪টি যানবাহন। টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ২৪ হাজার ২৫০ টাকা।

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ১৪ লাখ টাকার টোল আদায়

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজার এ কর্মকর্তা আরও জানান, ধীরে ধীরে গাড়ির চাপ বাড়ছে। ভোগান্তি লাঘবে সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে টোলপ্লাজার উভয় পাশে ১৮ পয়েন্টে টোল আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত ঈদে একদিনে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয়, যা এ যাবৎকালের সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন