গাবতলীতে দুর্বৃত্তদের ছোড়া এসিডে শিশুসহ একই পরিবারের ৩জন দগ্ধ | Daily Chandni Bazar গাবতলীতে দুর্বৃত্তদের ছোড়া এসিডে শিশুসহ একই পরিবারের ৩জন দগ্ধ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মে, ২০২২ ২৩:০৫
গাবতলীতে দুর্বৃত্তদের ছোড়া এসিডে শিশুসহ একই পরিবারের ৩জন দগ্ধ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে দুর্বৃত্তদের ছোড়া এসিডে
শিশুসহ একই পরিবারের ৩জন দগ্ধ

বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তদের ছোড়া এসিডে ৩মাসের ১শিশুসহ একই পরিবারের ঘুমন্ত ৩সদস্য দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গাবতলীর নবগঠিত সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা কর্মকার পাড়া গ্রামে। 
জানা গেছে, ওই গ্রামের দুলাল কর্মকারের স্ত্রী দীপালি রানী কর্মকার (৪০), তাঁর পুত্রবধূ বীণা রানী কর্মকার (২২) ও বীণা রানী কর্মকার প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ৩মাসের শিশু সন্তান সূর্য কর্মকারকে নিয়ে একই বিছানায় জানালার পাশে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তদের ছোড়া এসিডে ৩জনের শরীর ঝলসে যায়। পরে যন্ত্রনায় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাঁদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপপরিচালক আবদুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, শিশুটির গোটা মুখ ও কণ্ঠনালি ঝলসে গেছে। শরীরের প্রায় ১০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা বেশি গুরুতর। বাকিদের বুক, পিটসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বীণা রানীর স্বামী সাগর কর্মকার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন কারও সঙ্গে তাঁদের কোনো শত্রুতা নেই। কারা, কেন এভাবে এসিড নিক্ষেপ করল, বুঝতে পারছেন না তারা। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, একই পরিবারের ঘুমন্ত তিন সদস্যের শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে। এতে তাঁদের বুক, পিঠ ও মুখ ঝলসে গেছে। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে সহিংসতার শিকার পরিবারের সদস্যরা ভয়ে মুখ খুলছেন না। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন