সারিয়াকান্দির সাবেক পোষ্ট মাষ্টার খোকা আর নেই | Daily Chandni Bazar সারিয়াকান্দির সাবেক পোষ্ট মাষ্টার খোকা আর নেই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মে, ২০২২ ২৩:৩০
সারিয়াকান্দির সাবেক পোষ্ট মাষ্টার খোকা আর নেই
ষ্টাফ রিপোর্টার

সারিয়াকান্দির সাবেক পোষ্ট মাষ্টার খোকা আর নেই

বগুড়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডঃ রেজাউল করিম মন্টু, মাদারিপুর হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম মিলন এর মামা এবং সারিয়াকান্দি উপজেলা সদরের সাবেক পোষ্ট মাষ্টার ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রথম শ্রেণির সাবেক ঠিকাদার মতিয়ার রহমান খোকা (৮০) বাধ্যর্ক জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। বগুড়া শহরের নিজ বাসায় গত শুক্রবার দুপুরে তিনি ইন্তেকাল করেন। 

শনিবার সকাল ১০টায় বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের  ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম মতিয়ার রহমান খোকা হুয়াকুয়া গ্রামের মৃত এমারত আলী প্রাং এর ছেলে। এছাড়া তার বড় ছেলে ঠিকাদার একেএম আশরাফুল আলম মিটু। ছোট ছেলে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য ও বিশিষ্ট ব্যাবসায়ি তৌহিদুল ইসলাম টিটুসহ ৪ ছেলে ২ মেয়ে রেখে গেছেন। জানাজা নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, বগুড়া বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড ওয়াজেদুর রহমান ওয়েজেদসহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিগণ। তার মৃত্যুতে বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিস এর নিজস্ব প্রতিবেদক আবদুর রহমান টুলু শেক প্রকাশ করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন