বাংলাদেশ পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত | Daily Chandni Bazar বাংলাদেশ পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ মে, ২০২২ ১২:২১
বাংলাদেশ পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের উদ্যোগে পুলিশ সদরদপ্তরের আয়োজনে ঈদ পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মে) রাতে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে এ ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, মন্ত্রী, সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, সচিব, বিদেশি কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সিনিয়র সাংবাদিক এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আইজিপি ড. বেনজীর আহমেদ আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। তার আমন্ত্রণে সাড়া দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন