জয়পুরহাটে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব | Daily Chandni Bazar জয়পুরহাটে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মে, ২০২২ ০০:২০
জয়পুরহাটে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব
জয়পুরহাট ব্যুরো:

জয়পুরহাটে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

জয়পুরহাটে একশত পাঁচ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী কাজী মাসুদ (৫৮) কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার সকাল ১০টার দিকে শহরের কাশিয়াবাড়ী কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে শহরের বিশ্বাসপাড়া (বান্ধা বটগাছ) এলাকার মৃত মোকলেছার কাজীর ছেলে বলে জানা গেছে। 

অপরদিকে, জেলার কালাই উপজেলায় তিনশত ছিয়াশি পিস ইয়াবাসহ সহ মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেন (৪৩) কে গ্রেফতার করেছে র‌্যাব। দুপুর ২টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার হারুনজা গ্রামের মৃত তোজাম্মেল হোসেন ছেলে বলে জানা গেছে। স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন