বগুড়া বৈশাখী মেলায় সাপ খেলার নাচে নাচলো দর্শক | Daily Chandni Bazar বগুড়া বৈশাখী মেলায় সাপ খেলার নাচে নাচলো দর্শক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মে, ২০২২ ০০:২৮
বগুড়া বৈশাখী মেলায় সাপ খেলার নাচে নাচলো দর্শক
অনলাইন ডেস্ক

বগুড়া বৈশাখী মেলায় সাপ
খেলার নাচে নাচলো দর্শক

বগুড়া থিয়েটারের ৪১ তম বৈশাখী মেলায় সাপ খেলার নাচে নাচলো দর্শক। আর মন মাতালো গানে। গানে আর খেলার সাপে দর্শকদের মনে আনন্দের যোগান হয়। নানা রঙের সাপে দারুন খেলা দেখায় সাঁপুড়ে মো: মোজাম্মেল। জয়পুরহাটের গোপিনাথপুর থেকে ৭টি সাপ নিয়ে আসেন তিনি। গোমা, মাছুয়ালিসহ আরো কত নামের সাপের খেলা দেখান মেলা মঞ্চে। শিশুরা কিছুটা ভয় পেলেও দূর থেকে আনন্দ উপভোগ করে। 
সোমবার বিকালে বৈশাখী মেলা মঞ্চে সাপ হাতে নিয়ে যখন খেলা শুরু করেন মোজাম্মেল সাঁপুড়ে তখন চারিদিকে করতালিতে ভরে যায়। সাপের সঙ্গে কথা বলছেন মাজাম্মেল সাঁপুড়ে, সাপ ফণা তুলে দাঁড়িয়ে আছে। সাপ ফোঁস ফাস করছে। আবার সাপ গলায় পেচিয়ে রেখেছেন। কোন সাপ নিয়ে তিনি জিহব্বায় চুমা দিচ্ছে। আবার খেলা দেখিয়ে ঝাপির মধ্যে সাপ তুলে রাখছে। সাঁপুড়ে মোজাম্মেলের দুর্দান্ত সাহস দেখে সাধারণ দর্শকও যেন সাহস পায়। কেউ কাছে, কেউ দূরে দাঁড়িয়ে সাপ খেলা দেখে উল্লাসে মাতে। চিরায়াত বাঙলার সাপ খেলা দেখিয়ে শেষে মোজাম্মেল সাঁপুড়ে বলেন, তিনি কয়েক দশক ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সাপ খেলা দেখিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন সাপ পোষ মানিয়ে এই খেলা দেখান। তিনি বলেন, সাপ খেলা সবাই দেখাতে পারেন না। কিছু কৌশল ও বিদ্যা আছে। যিনি সেই কৌশল ও বিদ্যা জানবেন, সেই সাপ খেলা দেখাতে পারবেন। সাপ খেলা দেখানোর সময় অতি সতর্ক থাকতে হয়। যদি কোন সময় একটি সাপ ভুল করে ছুটে যায় তাহলে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাবে। এ জন্য নানাভাবে সতর্ক থাকতে হয়। তিনি বলেন, ভয়ানক প্রাণী নিয়ে খেলা দেখিয়ে তিনিও যেমন আনন্দ পান তেমনি অন্যদেরকেও আনন্দ প্রদান করেন। 
সাপ খেলার পর প্রকাশ শৈলী, মৌসুমি নৃত্যাশ্রম, বগুড়া বাউল গোষ্ঠির শিল্পীদের অংশগ্রহণে সঙ্গিতানুষ্ঠান হয়ে উঠে মনোমুগ্ধকর। প্রকাশ শৈলীর শিশুদের পরিবেশিত সঙ্গিতের পর মৌসুমি নৃত্যাশ্রমের নৃত্য উপস্থিত দর্শকরা বিমোহিত হয়ে যান। সন্ধ্যার পর রাতে বগুড়া বাউল গোষ্ঠির পরিবেশনায় বাউল সঙ্গিতে ছিল উপচে পড়া ভিড়। 
বৈশাখীমেলার ৪র্থ দিনেও ছিল সব বয়সি ক্রেতাদের পদচারনায় মুখরিত। মেলা প্রাঙ্গন ক্রেতা ও বিক্রেতা, দর্শক শ্রতায় ছিল উপচে পড়া ভিড়। বগুড়া থিয়েটারের বৈশাখীমেলায় নিয়মিতভাবে রয়েছে চড়কি, মাটির হাড়ি পাতিল ও তৈজস পত্র, বাঙালি খাবার। মেলায় প্রতিদিন দল বেঁধে আসছেন দর্শক ও ক্রেতারা। নানা বয়সীর ক্রেতায় ভরে উঠেছে মেলা প্রাঙ্গন। 
বগুড়া থিয়েটার আয়োজিত ও জেলা প্রশান, পুলিশ প্রশাসন, বগুড়া পৌরসভা, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সহযোগিতায় এবারের বৈশাখী মেলায় পাতা খেলা হবে আজ মঙ্গলবার। থাকবে নৃত্য, সঙ্গিত। মেলার শেষ দিন ১৩ মে দেশের বাউল সম্রাট শফি মন্ডল আসবেন বগুড়ার এই বৈশাখী মেলায়। তিনি সমাপনী দিনে রাতভর গাইবেন বাউল সঙ্গিত। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন