শেরপুরে ১ ডজন মামলার আসামী মাদক সম্রাজ্ঞী হালিমা আটক | Daily Chandni Bazar শেরপুরে ১ ডজন মামলার আসামী মাদক সম্রাজ্ঞী হালিমা আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মে, ২০২২ ০০:৩২
শেরপুরে ১ ডজন মামলার আসামী মাদক সম্রাজ্ঞী হালিমা আটক
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে ১ ডজন মামলার আসামী মাদক সম্রাজ্ঞী হালিমা আটক

বগুড়ার শেরপুরে ১ ডজন মামলার আসামী মাদক সম্রাজ্ঞী হালিমা খাতুন (৪২) কে আটক করেছে থানা পুলিশ। রোববার (৮মে) রাতে উত্তরসাহাপাড়া এলাকার তার নিজ বাড়ি থেকে ২৫ পুরিয়া হিরোইন সহ তাকে আটক করা হয়।
জানা যায়, পৌর শহরের উত্তরসাহাপাড়া এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী ১২ মামলার আসামী মাদক সম্রাজ্ঞী হালিমা খাতুন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। বিভিন্ন সময় তাকে মাদকসহ আটক করে জেল হাজতে প্রেরণ করা হলেও জামিনে মুক্ত হয়ে আবারো সে একই কাজে লিপ্ত হয়। রবিবার শেরপুর থানা পুলিশের সহযোগিতায় পুলিশ ফাড়িঁর এসআই সাম্মাক হোসেনের নেতৃত্বে রাত ৯ টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে ২৫ পুরিয়া হিরোইনসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, মাদক সম্রাজ্ঞী হালিমা খাতুন কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন