জেলা পুলিশের কৃতিত্বের সম্মেলনা পেলেন শিবগঞ্জ থানার দুই উপ পুলিশ পরিদর্শক | Daily Chandni Bazar জেলা পুলিশের কৃতিত্বের সম্মেলনা পেলেন শিবগঞ্জ থানার দুই উপ পুলিশ পরিদর্শক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মে, ২০২২ ২৩:৪২
জেলা পুলিশের কৃতিত্বের সম্মেলনা পেলেন শিবগঞ্জ থানার দুই উপ পুলিশ পরিদর্শক
শিবগঞ্জ (বগুড়া) বগুড়া প্রতিনিধিঃ

জেলা পুলিশের কৃতিত্বের সম্মেলনা পেলেন 
শিবগঞ্জ থানার দুই উপ পুলিশ পরিদর্শক

বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যান সভায় এপ্রিল মাসে  শিবগঞ্জ থানার গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারীর ও শ্রেষ্ঠ এসআই সম্মাননা পেয়েছেন দুই উপ পুলিশ পরিদর্শক।  সোমবার বগুড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম)।  এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন,  অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ,  সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ  সার্কেল) তানভীর আহমেদ প্রমুখ। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারীর সম্মাননা স্মারক গ্রহণ করেন এস.আই বিরঙ্গ চন্দ্র মন্ডল ও শ্রেষ্ঠ এস.আই এর সম্মাননা স্মারক গ্রহণ করেন উপ-পুলিশ পরিদর্শক স্বপন মিয়া।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন