বগুড়ার মনসুর আলী ডিগ্রী কলেজে বাংলা বর্ষবরণ | Daily Chandni Bazar বগুড়ার মনসুর আলী ডিগ্রী কলেজে বাংলা বর্ষবরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মে, ২০২২ ২৩:৪৪
বগুড়ার মনসুর আলী ডিগ্রী কলেজে বাংলা বর্ষবরণ
অনলাইন ডেস্ক

বগুড়ার মনসুর আলী ডিগ্রী 
কলেজে বাংলা বর্ষবরণ

বগুড়ার দুপচাঁচিয়ার আলতাফনগরে অবস্থিত সরকারি শহীদ এম, মনসুর আলী ডিগ্রী কলেজে বাংলা বর্ষবরণ ১৪২৯ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা পান্তা ভাত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজ প্রাঙ্গণে অসাম্প্রদায়িক চেতনা সম্মুন্নত রাখা ও সমগ্র মানব জাতির কল্যাণ কামনায় কলা পাতা ফুল পানিতে ভাসানো হয়। খই মুড়খি বাতাসা খাকড়ায় ডালায় করে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ জেড এম, ফেরদৌসী বেগম আনুষ্ঠানিক ভাবে মুখ মিষ্টি করে সূচনা করেন। এসো হে বৈশাখ এসো এসো গানে ও বাজারে বাজ ঢোল নৃত্য পরিবেশন করেন কলেজের ছাত্রীরা। তারপর দেশীয় হারিয়ে যাওয়া খেলা, দুপুরে পান্তা ভোজ এবং বিকাল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মূল পরিকল্পনায় ছিলেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ আব্দুল বাছেদ তনু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলো কলেজ ছাত্রী উম্মে হানি ও মুর্শেদা। এছাড়াও রিতু পিংকি সুমাইয়া আঁখি শাহজান আতিকুর নানা ধরনের গ্রামীণ কাজ পরিবেশন করে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন