গাবতলীতে মজুতকৃত ৫হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে বিক্রি | Daily Chandni Bazar গাবতলীতে মজুতকৃত ৫হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে বিক্রি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ মে, ২০২২ ২২:৪৬
গাবতলীতে মজুতকৃত ৫হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে বিক্রি
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে মজুতকৃত ৫হাজার লিটার 
সয়াবিন তেল জব্দ করে বিক্রি

বগুড়ার গাবতলীতে এক ব্যবসায়ীর গুদাম থেকে মজুত করা ৫হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে খোলাবাজারে সুলভমূল্যে বিক্রি করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরী করে অধিক মূল্যে বিক্রি করার অপরাধে ওই ব্যবসায়ী থেকে ২লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার দূর্গাহাটা বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের মাটিয়ানচড়া গ্রামের বাসিন্দা সমাজ উন্নয়ন কর্ম (সার্ক) এনজিও’র নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম স্বপন (৪৮) দীর্ঘদিন থেকে দূর্গাহাটা বাজারে তীর সয়াবিন তেলের ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান পুলিশের সহযোগিতায়  আশরাফুল ইসলাম স্বপনের ওই ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সাঁড়াশি অভিযান চালিয়ে ৬হাজার ১’শ লিটার সয়াবিন তেল জব্দ করে খোলাবাজারে সুলভমূল্যে বিক্রি করার নির্দেশ দেন এবং ২লাখ টাকা জরিমানা আদায় করেন। এ্যাসিল্যান্ড মিজানুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, তেলের বোতলে ১’শ ৬০টাকা লেখা সয়াবিন তেল ক্রেতাদের কাছে চড়ামূল্যে বিক্রি করা উদ্দেশ্যে গুদামে মজুত করে রেখেছিল ৪হাজার ৫’শ লিটার তীর সয়াবিন তেল এবং গাবতলী সাহেব বাজার থেকে ৫’শ লিটার তীর সয়াবিন তেল উদ্ধার করা হয়। সবগুলো তেলই খোলাবাজারে ১’শ ৬০টাকা দরে  বিক্রি করার নির্দেশ দেয়া হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন